‘আরিয়া ইকরা’ আমাদের আয়োজিত কবিতা লেখা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছেন। তাকে ‘Poetry Tone’ এর পক্ষ থেকে অভিনন্দন এবং তার জন্য শুভ কামনা রইল!
চিঠি
—আরিয়া ইকরা
অনেক দিন পর,তোমার নামের চিঠি এলো।
ডাকপিয়ন দাদাকে প্রশ্ন করলাম, কার চিঠি?
তিনি বললো, মা তোমার অপেক্ষার প্রহর শেষ হলো আজ।
আমি একটু মৃদু হেসে বললাম, তাই।
ভাবিনি কোনোদিন তুমি একটি চিঠির খাম পাঠাবে খামটি হাতে নিতে গিয়ে হাতখানা কাঁপছিলো।
কী জানি কী লিখেছো?
সাহসের সাথে চিঠি খানি নিলাম।
জানার খুব অধির প্রত্যাশা, কী লিখেছো,ছোট্ট খামের ভিতর।
কিছুক্ষণ পর, খামটি খুললাম আর তখনি ঝমঝম বৃষ্টি অবেলায় কোনো খবর না দিয়ে ঝরে পরলো আকাশ থেকে আর জীমূতেন্দ্র খুব ডাক দিচ্ছিলো।
হালকা আচমকা ভয় পেলাম।
চিঠি খানি তারপর পড়তে শুরু করলাম কিন্তু বিদ্যুৎ চলে গেলো।
কিন্তু আমার অপেক্ষার প্রহর যে আর গুনছেনা।
আমি অতি কষ্টে, একটি দিয়াবাতি পেলাম এবং তা জ্বালালাম দিয়াশলাই দিয়ে।
চারদিক নিবিড় অন্ধকার, তোমার দেওয়া পত্রখানি আর আমি একাকী।
চিঠির ভিতরে তুমি লিখেছো,
কেমন আছো?
আমি তোমার পত্রটি এক একটা প্রশ্নের উত্তর দিতে থাকলাম মনের এক কোণে।
বললাম মৃদু হাসিতে,
ভালো আছি।
খোঁজ খবরের পালা শেষ না হতেই তুমি বলে দিলে,
আজ এই মূহুর্ত থেকে আমাকে ভুলে যাও।
আমার নয়নে প্রশ্নের বন্যা,
কেনো?
তুমি শেষে বলেছিলে,
এইটুকু পথ আমাদের ছিলো।
বাকি পথ তোমার একা
চলতে হবে।
অঝরে অশ্রু বইতে লাগলো।
শেষে আমি তোমার শেষ কথার উত্তর দিলাম।
আচ্ছা যাও,
ভালো থেকো।
তোমার খুশিতে আমার খুশি।