‘নাহীন ফেরদৌস’ আমাদের আয়োজিত কবিতা লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন। তাকে ‘Poetry Tone’ এর পক্ষ থেকে অভিনন্দন এবং তার জন্য শুভ কামনা রইল!
অধিকার চাই
—নাহীন ফেরদৌস
![নাহীন ফেরদৌস](http://www.poetrytone.com/wp-content/uploads/2021/04/Untitled-design-2-300x300.jpg)
অধিকার চাই ,চাই আইন প্রণয়ন
আর আইনের চাই সঠিক প্রয়োগ,
অবহেলিত নারী সমাজের চাই ভাগ্যোন্নয়ণ।
শপথের ডালি সাজিয়ে কি হবে?
যদি অধের্ক নাগরিক থাকে অমানিশায় ।
নারীত্ব ও মাতৃত্বের যদি অবমাননা হয়,
শিশু অধিকারে আমরা সোচ্চার,
আমারা চাই মাদককে না বলতে ।
দূণির্তীমুক্ত সমাজ গড়তে,
চাই অসুন্দরের বদলে সুন্দর আগামীর
আগমনবার্তা মানুষকে শোনাতে।
যৌতুকের বলী হচ্ছে যে নারী-
কে গড়বে তার সন্তানকে আদর্শরুপে ?
যে চলে গেছে স্বামীর পৈচাশিকতার ফলে-
তার সন্তানের কি হবে ?
কে নেবে দায়িত্ব সে সন্তানের-
যার নেই পিতৃপরিচয়।
আধুনিকতার সয়লাবে ধ্বংশ এ সমাজ
যেখানে প্রতিনিয়তই নারীত্বের অবমাননা হয়।
নিখোঁজ হয়ে লজ্জিতভাবে প্রাণ দেই ,
যে সমাজের নারী_____
আমরাতো সেই সমাজকেই বদলাতে চাই।
ইভটিজিং এ বিরক্ত আজ নারী সমাজ
কিন্তু এ ইভটিজারটি কে?
আমাদের কারো তো সন্তান __
তাকে বদলাবে কে?
এরশাদ শিকদার মায়ের অনাদর অবহেলায়
হয়ে উঠেছিল নৈপথ্যের নায়ক,
এরুপ শত এরশাদে ভরে গেছে দেশ
তাদের দায়ীত্ব নেবে কে ?
প্রতিটি মা’কেই নিতে হবে এ দায়িত্ব ।
কিন্তু যে সমাজের মায়েরাই নির্যাতিত,
তাঁরা কিভাবে গড়বে একটা সুন্দর সমাজ ?
আমরা মুখে যত বড় বড় কথা বলি না কেন,
যতিই বক্তিতা দিয়ে মঞ্চ কাপাই না কেন,
আমরা সবাই জানি,
মায়েরাই পারে একটা সুন্দর সমাজ উপহার দিতে,
আর তাই,কখনোই প্রতিষ্ঠিত হবে না
শিশুর অধিকার,
যতদিন না প্রতিষ্ঠিত হবে মায়ের অধিকার ।
কেননা, মা’ই হলো মানুষ গড়ার কারিগর ।