‘আসফার আহমদ দীপ্ত’ আমাদের আয়োজিত কবিতা লেখা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন। তাকে ‘Poetry Tone’ এর পক্ষ থেকে অভিনন্দন এবং তার জন্য শুভ কামনা রইল!
![আসফার আহমদ দীপ্ত](http://www.poetrytone.com/wp-content/uploads/2021/04/Untitled-design-1-300x300.jpg)
অবহেলা
— আসফার আহমদ দীপ্ত
আমি বারবার ভুল করেছি
কখনো স্বার্থপরকে ভালোবেসে
কখনো পরকে আপন মনে করে
কখনো তোমার হৃদয়ের দুয়ারে এসে।
কখনো তোমার প্রতিক্ষায় সময় পার করেছি
কখনো নিজের মনের কথা না শুনে তোমার কথা শুনেছি।
আমি বারবার ভুল করেছি
রাতে অজস্র কেদেছি তোমার কথা ভেবে রাত পার করেছি।
অবহেলাকে নিজের সাথী করে তোমার কথা ভেবেছি।
অবহেলা শুধু একটা শব্দ নয় এটি একটি অভিশাপ
যার সাথে থাকে তার থেকে কেড়ে নেই নিঃশ্বাস